ভৈরবে মাদক বিক্রেতার কারাদণ্ড

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০১ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯, ০০:০৩

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিক্রেতা ঝুম্মনকে দুই বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি পৌর শহরের পুলতাকান্দা এলাকার জালাল মিয়ার ছেলে।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম লুবনা ফারজানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেয়া হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর আরেফিন জালাল রাজিব জানান, এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্ধ্যায় এলাকাবাসীকে নিয়ে ভৈরব মৎস্য আড়তের একটি পরিত্যক্ত কক্ষ থেকে আমরা জুম্মনকে আটক করি। এ সময় তার কাছে ১২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানাকে জানালে তিনি পুলিশসহ এলাকায় হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, জুম্মন উদ্ধার ইয়াবা তার এবং তিনি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত আছেন বলে স্বীকার করলে তাকে তাকে ওই দণ্ড দেয়া হয়।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এলএ)