মোরালেসকে আশ্রয় দেবে মেক্সিকো

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ১১:৪৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভ ও ঘরে বাইরে প্রবল চাপের মুখে পদত্যাগ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। তাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।

চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত পুনর্নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে চলমান আন্দোলনের মুখে রবিবার পদত্যাগের ঘোষণা দেন মোরালেস। পরদিনই মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার প্রস্তাবে সম্মত হন তিনি।

সোমবার এক টুইটে মোরালেস জানান, বলিভিয়া ছাড়তে কষ্ট হবে তার। কিন্তু, আরও শক্তি ও উদ্যম নিয়ে দেশে ফিরবেন বলে আশা করেন তিনি।

এ কথা নিশ্চিত করে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্দ বলেন, ইতোমধ্যে মেক্সিকোর একটি সরকারি প্লেনে চড়েছেন মোরালেস।

এর আগে, মোরালেস পদত্যাগে বাধ্য করা অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান সমর্থকদের। বলিভিয়ার ডেপুটি হেড অব দ্য সিনেট জেনাইন আনেজ জানান, আবার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

২০০৬ সালে উত্তর আমেরিকার দেশ বলিভিয়ায় প্রথম ক্ষমতায় আসেন মোরালেস। ১৩ বছর ৯ মাস ক্ষমতায় ছিলেন তিনি।

ঢাকা টাইমস/১২নভেম্বর/একে