এক সুতোয় গাঁথা মেসি-বার্সা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১৩:৪৮

লিওনলে মেসি আর বার্সেলোনা যেনো এক সুতোয় গাঁথা। প্রায়ই মেসির বার্সা ছাড়ার গুঞ্জন উঠলেও এ নিয়ে খুব চিন্তিত নয় কাতালান ক্লাবটি। বার্সা কর্তৃপক্ষ ভালো করেই জানেন মেসি কতোটা তাদের ভালবাসেন। বয়স বাড়লেও বাঁ পায়ের ধার কমেনি লিওর। ফলে মেসিকেও ছাড়তে চায় না বার্সেলোনা। সর্বশেষ ফিফার দ্য বেস্ট পুরস্কার জেতার পর বলেছিলেন বার্সেলোনাতেই ক্যারিয়ারের ইতি টানতে চান মেসি।

ক’দিন আগে সেল্টা ভিগোর বিপক্ষে দারুণ হ্যাটট্রিক করেছেন মেসি। এরপর আবারও সেই গুঞ্জন ডালপালা মেলেছে। তবে বার্সা প্রধান বার্তামেউ সরাসরি বলে দিয়েছেন এসবে কান না দিতে। তিনি জানেন মেসি-বার্সা ছাড়াছাড়ি হবে না কখনো, ‘মেসি আমাদের। সে কখনো অন্য ক্লাবে যাবে না। আমার বিশ্বাস তার সঙ্গে বার্সার এখন যে সম্পর্ক সেটা সারাজীবন থাকবে।’

আজ বা কাল বিদায় তো বলতেই হবে মেসিকে। তবে বুটজোড়া তুলে রাখার পরও মেসি আর বার্সার দূরত্ব কমনে না উল্লেখ করে বার্তামেউ বলেন, ‘আমরা জানি একদিন সে ফুটবল থেকে অবসর নেবে। তখনও বার্সাকে ভুলবে না। কারণ এই ক্লাবকে ঘিরে তার স্মৃতি অনেক। আর আমি চাই এখানেই সে ক্যারিয়ারের ইতি টানুক। আরও চার-পাঁচ বছর ক্যাম্প ন্যুতে দাপিয়ে বেড়াক।’

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :