পরাজিত টাইগারদের প্রশংসা করলেন শোয়েব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১৪:২১

ভারতের মতো পরাশক্তির বিপক্ষে তাদের মাটিতে সাকিব-তামিমবিহীন বাংলাদেশ দল সিরিজ নির্ধারণী ম্যাচে রীতিমত আতঙ্ক সৃষ্টি করেছিল। তরুণ তুর্কি মোহাম্মদ নাঈম শেখের ৮১ রানের ইনিংসটির সুনাম চলছে বিশ্বজুড়ে। বাংলাদেশের ভঙ্গুর দলের এই পারফরম্যানসে রীতিমত অবাক বনে গেছেন হরভজন সিং, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরাও। এবার এই তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের প্রশংসা করে শোয়েব আখতার বলেন, ‘তৃতীয় টি-টুয়েন্টিতে আমরা ভালো প্রতিযোগিতা আশা করেছিলাম, যদিও ভারত অনেক ভালো একটি দল বাংলাদেশের চেয়ে। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে তাদের অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন আর অর্ডিনারি দল নয়, তাদের হারানো সহজ নয়। এখনকার বাংলাদেশ ২০ বছর আগে খেলা দলটির মতো নয়। এই বাংলাদেশ এখন আপনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে জানে।’

শেষ ম্যাচে নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন এই সাবেক পাকিস্তানের পেসার। শোয়েব আখতার বলেন, ‘বাংলাদেশের নতুন ছেলে নাঈম যে কিনা দারুণ ব্যাটিং করেছে- ৮১ রান করেছে। দারুণ খেলেছে; দেখে খুবই ভালো লাগল, মনে হচ্ছে নতুন ট্যালেন্ট আসছে বাংলাদেশ দলে।’

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :