ট্রেন দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ১৫:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর এই শোক বার্তা পাঠান।

শোকবার্তায় বলা হয়, কসবার মন্দবাগে দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সেই সঙ্গে শোকসন্তÍপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার ভোর তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নীশিতার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১০ জন এবং পরে  হাসপাতালে আরও ছয়জন মারা যায়। এছাড়া আহত হয়ে অর্ধশতাধিক যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এসএস/এএইচ/এমআর)