ভাঙ্গায় ৯৮২ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ১৯:২৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর র‌্যাব-৮ এর একটি বিশেষ অভিযানে ৯৮২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তারা হলেন- গোপালগঞ্জ সদরের মোছা. খাদিজা বেগম (৪০), এবং টুঙ্গীপাড়ার জাফর শেখের ছেলে মো. তরিকুল শেখ (২১)।

মঙ্গলবার সকালে জেলার ভাঙ্গা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক হয়।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই র‌্যাবের একটি বিশেষ দল ভাঙ্গা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালায়।

তিনি বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বাসস্ট্যান্ডে সুন্দবন ক্লাসিক প্রাইভেট লিমিটেড নামক একটি বাস থেকে দুই জন ব্যক্তি সন্দেহজনক মালামাল নামাচ্ছিলেন। র‌্যাবের দল উপস্থিত হলে ওই দুইজন ব্যক্তি তাদের হেফাজতে থাকা ৫টি প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব তাদের আটক করে। এ সময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে ৯৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটকৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা হবে।

ঢাকাটাইমস/১২নভেম্বর/ইএস