কানে ফোন, ট্রেনের ধাক্কায় এসআইয়ের মৃত্যু

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ২২:৩৩

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর রানীনগরে রেললাইন ধরে হাঁটার সময় মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক উপপরিদর্শক (এসআই)। তার নাম আক্তারুজ্জামান (৪৮)।

আজ মঙ্গলবার দুপুরে রানীনগর রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

আক্তারুজ্জামান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা । তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে রানীনগর থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

রানীনগর থানা-পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে এসআই আক্তারুজ্জামান রানীনগর রেলওয়ে স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের ওপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী দ্রুতগামী রুপসা আন্তনগর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পরে গুরুতর আহত হন। তাঁকে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল হক জানান, আক্তারুজ্জামান মাদক ও অন্যান্য মামলার ওয়ারেন্ট তামিলের জন্য থানা থেকে আজ বের হয়েছিলেন।

ঢাকাটাইমস/১২নভেম্বর/ইএস