স্পেনে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে আলোচনা সভা

স্পেন প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ২৩:০৬

স্পেন আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে এ সভা হয়।

স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এ এস আর আই রবিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রিজভী আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বদরুল ইসলাম, শ্যামল তালুকদার, দবির তালুকদার, এফ এম ফারুক পাভেল, আজম কাল, আখতারুজ্জামান আখতার, কবির হুসেন|

এতে উপস্থিত ছিলেন ফয়জুর রহমান বড় ভাই, জাহিদুর রহমান দিদার, জানে আলম, তাপস দেবনাথ, আব্দুল আউয়াল, ময়নুল ইসলাম মনির, তোতা কাজী, বেলাল আহমেদ, বুলবুল আহমেদ, মো. হারুনুর রশিদ, হাসান আহমেদ, অলিউর রহমান, এনাম আলী খান, স্পেন ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজী, আল আমিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সম্মেলনকে সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা যায়।

সভাপতির বক্তব্যে রবিন বলেন, শেখ হাসিনার নেতৃত্বের বিরুদ্ধে যারা চ্যালেঞ্জ করে তাঁরা কখনো বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হতে পারে না। দলে বিশৃংখলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। সম্মেলনকে ঘিরে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক।

আসন্ন সম্মেলন সকল ভেদাভেদ, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারাকে দেশ থেকে বিদেশে ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

ঢাকাটাইমস/১২নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :