চিংড়িতে জেলি, দুজনের অর্থদণ্ড

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ১৭:৪৮

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে মৎস্য ব্যবসায়ী ‘মেসার্স অন্তর মৎস্য ব্যবসা প্রতিষ্ঠানের’ মালিক সুধন চন্দ্র বর্মণ ও মিলন মিয়া চিংড়ি মাছে ভেজাল জেলি মেশানোর অপরাধে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম লুবনা ফারজানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিকে, ব্যবসায়ীরা ভৈরবের পাইকারি মৎস্য আড়তে চিংড়ি মাছে জেলি মিশিয়ে মাছের রঙ পরিবর্তন করে ওজন বাড়িয়েছে এমন অভিযোগে তাদের জরিমানা করা হয়। এসময় তাদের দোকানে মজুত ১১০ কেজি মাছ জব্দ করে কয়েকটি মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করে দেন নির্বাহী হাকিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, অভিযোগ ছিল- তারা দীর্ঘদিন ধরে চিংড়িতে জেলি মিশিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিল। তারা তাদের দোষ স্বীকার করায় এই জরিমানা করা হয়। ভবিষ্যতে এধরনের প্রতারণা আর করবে না বলেও স্বীকার করেছে তারা।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এএইচ/এলএ)