ফরিদপুর মেডিকেলে পর্দা কেলেঙ্কারি: চারজনকে জিজ্ঞাসাবাদ

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ১৮:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের আইসিইউ’র পর্দা ‘কেলেঙ্কারি’র ঘটনায় তৎকালীন প্রকল্প পরিচালক এ বি এম শামসুল আলমসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল ১০টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত দুদকের উপপরিচালক শহীদ উদ্দীনের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে আসা অন্যরা হলেন- শেখ আবদুল ফাতাহ, মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ এনামুল হক।

সম্প্রতি ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের আইসিইউ’র পর্দা ও আসবাব কেনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ২০১২-২০১৬ সাল পর্যন্ত উন্নয়ন প্রকল্পের কাজে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনিক ট্রেডার্সের বিরুদ্ধে। এর সাথে সে সময়কালে হাসপাতালের শীর্ষ কর্মকর্তারাও সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ। তারা বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দেখিয়ে ৫২ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেছেন বলে জানা যায়।

গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে আড়াল করাতে একটি পর্দা কিনতে দাম দেখানো হয়েছে সাড়ে ৩৭ লাখ টাকা। ইতোমধ্যে হাসপাতালটির যন্ত্র ও সরঞ্জাম কেনাকাটাতেই অন্তত ৪১ কোটি টাকার দুর্নীতির প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে গত ২০ আগস্ট এ ঘটনা তদন্ত করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/ইএস