সাড়ে তিন কেজি সোনার বারসহ আটক ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:১৯

ভারতে সোনা পাচারকালে ১৬ পিস সোনার বারসহ এক নারী ও দুইজন পুরুষ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী ও দৌলতপুর ও ঘিবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ সোনার মূল্য এক কোটি ৭৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটকরা হলেন- রবিউল ইসলাম, দিলিপ কুমার ও মনিরা খাতুন। তারা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভারতে সোনা পাচার করে আসছিল বলে জানায় বিজিবি।

৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির তিনটি টহলদল আমড়াখালি এলাকা থেকে রবিউল ইসলামকে আট পিস (৭৮৫ গ্রাম) , ঘিবা সীমান্ত থেকে দিলিপ কুমারকে দুই পিস (দুই কেজি) ও দৌলতপুর সীমান্ত থেকে মনিরা খাতুনকে ছয় পিস (৭০০ গ্রাম) মোট তিন কেজি ৪৮৫ গ্রাম সোনার বারসহ আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এএইচ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :