বাংলাদেশের অভিনব ফিল্ডিং অনুশীলন

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ১৮:৫৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯, ১৯:১৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কথায় বলে, ক্যাচ ধরো, ম্যাচ জেতো। জিততে মরিয়া বাংলাদেশের ফিল্ডিং অনুশীলনেও অভিনবত্ব। মুশফিকুর রহিমদের ক্ষিপ্রতা বাড়ানোর দিকে নজর ফিল্ডিং কোচ রায়ান কুকের। খেলা চলাকালীন স্লিপ কর্ডন বা ক্লোজ ইনে দাঁড়ানো ফিল্ডাররা যাতে সহজে ক্যাচ ধরতে পারেন সে দিকেই বুধবার জোর দেন কুক।

টাইগারদের অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পা ভাঁজ করে বসে কুক ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন ছেলেদের। তাঁর এক হাতে ব্যাট ধরা। অন্য হাত দিয়ে তিনি সজোরে বল ছুঁড়ছেন ব্যাটে। সেই বল তড়িৎগতিতে ছুটে যাচ্ছে ফিল্ডারদের কাছে। মুশফিকুর রহিমসহ অন্যান্য ফিল্ডাররা শরীর ছুঁড়ে দিয়ে সেই বল ধরার চেষ্টা করছেন।

ম্যাচ চলাকালীন ব্যাটসম্যানের ব্যাট থেকে ছিটকে আসা বল যাতে অনায়াসেই ধরতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা, সেই কারণেই অনুশীলনে এমন অভিনবত্ব এনেছেন কুক। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রেয়াস আইয়ারের লোপ্পা ক্যাচ ছেড়েছিলেন বিপ্লব। জীবন ফিরে পেয়ে আইয়ার ভারতকে পৌঁছে দেন বড় সংগ্রহে। টেস্টে ফিল্ডিং যাতে উচ্চমানের হয়, সেই দিকেই নজর কুকের।

সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো ক্রিকেটারদের ছাড়াই এবার খেলতে গিয়েছে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া মুমিনুল হক বলেছেন, ‘আমাদের উপর কোনো চাপ নেই। আমরা সবাই জানি যে, এই সিরিজ থেকে খুব বেশি প্রত্যাশা নেই। আমরা চাপ নিচ্ছি না। আমরা ভালো ক্রিকেট খেলতে চেষ্টা করব।’

অন্যদিকে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছে না। ২০১৫ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোস্তাফিজকে সামলাতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। হোকার স্টেডিয়ামেও মোস্তাফিজ কিন্তু ভারতের ভয়ের কারণ হয়ে উঠতেই পারেন। কোহলি বলছেন, ‘মোস্তাফিজকে দেখে খেলতেই হবে। আমরা বাঁ-হাতি পেসারকে খুব বেশি খেলিনি। কারণ আমাদের দলেও বাঁ-হাতি পেসার নেই। মোস্তাফিজকে সামলানো আমাদের কাছে চ্যালেঞ্জের।’

সাদামাটা দল নিয়ে খেলতে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে নজর কেড়ে নিয়েছে বাংলাদেশ। সবার শ্রদ্ধা-সমীহ আদায় করে নিয়েছেন মাহমুদউল্লাহরা। পাঁচ দিনের ক্রিকেটেও ভারতকে বেগ দেওয়াই যে বাংলাদেশের লক্ষ্য, তা বলার অপেক্ষা রাখে না।

ভিডিও

(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/এসইউএল)