নেত্রকোণায় নানা আয়োজনে হুমায়ূনকে স্মরণ

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ২০:৩২

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণায় নন্দিত কথা সাহিত্যিক ড. হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ‘নেত্রকোণা হিমু পাঠক আড্ডা’র আয়োজনে শহরের সাতপাই এলাকা থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- অধ্যাপক যতীন সরকার, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, আলপনা বেগমসহ হিমু পাঠক আড্ডার  হুমায়ূন ভক্তরা।

পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে জন্মদিনের কেক কাটেন অধ্যাপক যতীন সরকার ও হিমু পাঠক আড্ডার সদস্যরা। সন্ধ্যায় জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের জন্মস্থান নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এলএ)