অধিনায়কত্বের সুযোগকে কাজে লাগাতে চান মুমিনুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:১৭ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ২১:১৫

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১০টায় ইন্দোরের হোকার ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে খেলা। ম্যাচটি সরাসরি দেখাবে জিটিভি।

চলতি সিরিজে সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে পাচ্ছে না টিম টাইগার। ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম। অন্যদিকে আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সাকিব।

দায়িত্বপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মুমিনুল হক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, সাকিব ও তামিমের অনুপস্থিতি মানে তিনজন ক্রিকেটারকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে।

মুমিনুল হক বলেছেন, ‘সাকিব আমাদের জন্য দুজন খেলোয়াড়ের মতো। একই সাথে আমরা তামিমকে পাচ্ছি না। তার মানে হলো একসাথে তিনজন মূল খেলোয়াড়কে না পাওয়া। কিন্তু আমরা এগুলো নিয়ে বেশি ভাবছি না।’

তিনি আরো বলেন, ‘জিততে হবে এটা ভেবে আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমাদের আসল উদ্দেশ্য হলো ভালো খেলা এবং খেলাটাকে উপভোগ করা। তবে এটা সত্য যে আমরা যখন মাঠে নামি তখন জেতার জন্যই নামি।’

গত তিন বছরে বাংলাদেশ ১৭টি টেস্ট ম্যাচ খেলেছে। এই সময়ে মুমিনুল ১০৬৩ রান করেছেন। উল্লেখ করা সময়ের মধ্যে মুশফিকুর রহিমই একমাত্র ক্রিকেটার যিনি মুমিনুলের চেয়ে বেশি রান করেছেন। তার মানে হলো ভারতে বাংলাদেশের সফলতা অনেকটাই মুমিনুলের ওপর নির্ভর করছে। কিন্তু অধিনায়কত্ব তার ব্যাটিংয়ের ওপর বাড়তি চাপ ফেলতে পারে।

তবে মুমিনুল সেটা মানতে নারাজ। অধিনায়কত্ব তার ওপর বাড়তি চাপ ফেলবে না বলে জানালেন তিনি। তিনি বলেন, ‘আমি ব্যাটসম্যানই থাকব। খেলা নিয়ে আমি সবসময়ই ইতিবাচক থাকার চেষ্টা করি এবং আমি মনে করি অধিনায়কত্ব আমার মনে ইতিবাচকতা যোগ করবে।’

মুমিনুল বলেন, ‘অধিনায়কত্বের ভালো দিক হচ্ছে আপনার ক্রিকেট জ্ঞান বৃদ্ধি পায়। দলের একজন জুনিয়র খেলোয়াড় হিসেবে আমার জন্য এটি বড় সুযোগ। সবাই টেস্ট অধিনায়কত্ব পায় না। আমি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জন্য আরো ভালা কিছু করতে চাই।’

(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :