ফরিদপুরের তিন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ২১:৫৭

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে বুধবার ২৩ উপজেলায় সাতটি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। ফলে শতভাগ বিদ্যুতের আওতায় এলো আরো ২৩ উপজেলার কয়েক লাখ পরিবার।

এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর জেলার সালতা, মধুখালি ও নগরকান্দা এই তিন উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। ফলে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এ অঞ্চলের আরোও ৯৩১৫৮ পরিবার। এর আগে ফরিদপুর সদর, আলফাডাঙ্গা ও চরভদ্রাসন উপজেলা তিনটি শতভাগ বিদ্যুতের আওতায় আসে।

এসময় প্রধানমন্ত্রী সুবিধাভোগী একজন ১০ম শ্রেণির ছাত্রী লামিয়া নাজনিন বেলির সাথে সরাসরি কথা বলেন।

এ সময় ফরিদপুর প্রান্তের সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

পরে তিনি ফরিদপুরের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি গান শোনেন।

উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার জায়নুল বারি, জেলা আ’লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এলএ)