লিবসনে ঈদে মিলাদুন্নবি উদযাপন

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ২২:৩৭

রনি মোহাম্মদ, পর্তুগাল

পর্তুগালের রাজধানী লিসবনে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পর্তুগাল শাখার আয়োজনে মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে মাতৃমনিজ রাধুনি রেষ্টুরেন্টে এক একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আল মাহজাবের সভাপতিত্বে ও নাজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের আল মাহযাব, আল আমিন, খায়রুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন, ফায়জুল হাসান শুভ, শাহনুর আজাদ জনি প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা.) মানবজাতির শান্তির দূত ছিলেন। চলার পথে তার আদর্শ ধারণ করে জীবনকে সাজানো দরকার।

সত্য ও মানবতা এবং জীবনের জন্য প্রিয়নবির শুভাগমনের চেয়ে বড় কিছু নেই উল্লেখ করে বক্তারা ঈমান,দ্বীন ও নাজাতের মূল হিসেবে এ দুনিয়ায় প্রিয়নবির শুভাগমনকে ঈদে আজম হিসেবে উদযাপন করার আহ্বান জানান।

আলোচনার শেষে মহানবির শানে নাতে রাসুল পরিবেশন করা হয়। পরে মিলাদ ও দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিবেশন করা হয়।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এলএ)