এমপি সেলিম ওসমান

‘না.গঞ্জে উত্তেজনার সৃষ্টি করেছিলেন এসপি হারুন’

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ২৩:৪৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের (না.গঞ্জ) সাবেক পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।

আজ বুধবার নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আমন্ত্রণ কনভেনশন সেন্টারে করমেলা-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সেলিম ওসমান বলেন,  ‘নারায়ণগঞ্জে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মানুষের মাঝে পুলিশ  একটা আতঙ্কে রূপ নিয়েছিল। পুলিশ হবে জনগণের বন্ধু। কিন্তু সেটা হয়ে পুলিশ হয়ে গেল আতঙ্ক।’

ব্যক্তিগতভাবে তিনি এসপি হারুনকে পছন্দ করতেন জানিয়ে সেলিম ওসমান বলেন, ‘উনিও আমাকে পছন্দ করতেন। আমরা একে অপরের প্রশংসাও করতাম। কিন্তু মানুষের মাঝে একটা আতঙ্ক ঢুকে গেল, পুলিশ মানে হলো একটা ভীতিকর অবস্থা।’

গত ৬ এপ্রিল ‘আওয়ামী লীগ পরিবার ধ্বংসের ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে নারায়ণগঞ্জ ফতুল্লায় দলের এক কর্মীসভায় নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের এমপি এ কে এম শামীম ওসমান এসপিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘প্লিজ, ডোন্ট প্লে গেম। ডোন্ট প্লে দিস গেম এই নারায়ণগঞ্জে। কারো ফাঁদে পা দিয়ে খেইলেন না।’ 

এর দুদিন পর ৯ এপ্রিল এসপির কার্যালয়ে যান শামীম ওসমানের ভাই জাপার এমপি সেলিম ওসমান। ওই দিন সেলিম ওসমান বলেন, ‘আমাদের (এসপির সঙ্গে) মাঝে আজকের পর বরফ গলবে। পরিবেশ শান্ত থাকবে।’ 

এমপির এমন বক্তব্যের পর এসপি হারুন বলেন, ‘আমাদের মাঝে কোনো বরফ নেই। বরফ গলার প্রশ্নই ওঠে না।’ 

এরপর শামীম ওসমানদের সঙ্গে এসপি হারুনের বিরোধ আরও বেশি প্রকাশ্যে আসে। একসময় এসপি হারুনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। 
এরই মধ্যে সম্প্রতি বিশিষ্ট শিল্পপতি আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে এসপি হারুনের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় তিনি রাসেলের স্ত্রী ও ছেলেকে ঢাকার বাসা থেকে তুলে নারায়ণগঞ্জে নিয়ে যান এবং তাদের গাড়িতে মাদক ও অস্ত্র পাওয়া গেছে অভিযোগ করে রাসেল ও তার গাড়িচালকের বিরুদ্ধে মামলা করা হয়। এসব ঘটনায় এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
সেলিমের স্ত্রী ও শামীমের ছেলে শ্রেষ্ঠ করদাতা

এ বছর নারায়ণগঞ্জের মহিলা করদাতাদের মধ্যে শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন এমপি সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান। তরুণ করদাতাদের মধ্যে শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পেয়েছেন এমপি শামীম ওসমানের ছেলে এ কে এম অয়ন ওসমান।

করমেলার অনুষ্ঠানে এমপি সেলিম ওসমান তার ভাতিজা অয়ন ওসমানকে মঞ্চে ডেকে তুলে পাশে দাঁড় করান। এ সময় তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির উদ্দেশে বলেন, বলেন. ‘আমি সভাপতিকে অনুরোধ করব নারায়ণগঞ্জের তরুণসমাজ যাতে অয়নকে দেখে কর প্রদান আগ্রহী হয়, সেজন্য তাকে চেম্বারে একটি জায়গা করে দেবেন।’

কর অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত কর কমিশনার আব্দুস সবুর খান সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/মোআ)