বগুড়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ২৩:৫৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতক শিশু চুরি হয়েছে।

বুধবার দুপুরে শিশুটি চুরি হয়। এর পরপরই নবজাতকের পরিবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। বুধবার রাত ১০টা পর্যন্ত শিশুটিকে পুলিশ উদ্ধার করতে পারেনি।

জানা গেছে, কাহালু উপজেলার নলখড়িয়া গ্রামের সৌরভ মিয়ার স্ত্রী নাহিদা আকতারকে (২৪) বাচ্চা প্রসবের জন্য বুধবার দুপুর দেড়টায় হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়। দুপুরে পর রোগীকে লেবার রুমে নেয়া হয়। সেখানে অপারেশন ছাড়াই নাহিদা আকতার একটি ছেলে সন্তান প্রসব করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকাল ৩ টার দিকে নার্সরা নবজাতককে প্রসূতির সঙ্গে আসা আবেদা বেগম নামে এক আত্মীয়ের হাতে তুলে দেন। নবজাতককে নিয়ে ওয়ার্ডে যাওয়ার পথে অজ্ঞাত এক নারী আবেদা বেগমকে বলে প্রসূতির জন্য ওষুধ লাগবে, এজন্য তাকে টাকা দিয়ে নবজাতক কোলে নেন। তিনি ওষুধ কিনতে যাওয়ার পর নবজাতকসহ ওই নারী উধাও হন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, নবজাতক চুরির বিষয়টি বিকাল ৩টার পর হাসপাতাল কর্তপক্ষকে জানানো হয়। এরপর বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ খোঁজ নেয়া হচ্ছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, নবজাতক শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :