বিইউপিতে রিসার্চ সোসাইটির উদ্বোধন ও নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
| আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০০:০৮ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ০০:০৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রিসার্চ সোসাইটির উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে বিশেষ অতিথি, উপদেষ্টা, সভাপতি, সহ-সভাপতি এবং বিইউপি রিসার্চ সোসাইটির সকল সদস্যের সাথে কেক কেটে ক্লাবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিইউপি রিসার্চ সোসাইটির সভাপতি মেহেদী হাসান।

পরে "গবেষণা কৌশলের" ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর রেজাউল ইসলাম এবং সহকারী অধ্যাপক ডক্টর মুমিত আল রশিদ। বক্তারা শিক্ষার্থীদেরকে গবেষণা পদ্ধতি সম্পর্কে জানান এবং গবেষক হিসাবে শিক্ষার্থীদের কী কী সুযোগ থাকতে পারে সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্বে গবেষণার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য ডক্টর আবুল কাশেম মজুমদার। তিনি গবেষণার গুরুত্ব নিয়ে উল্লেখযোগ্য বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর মো. রেজাউল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম, এনডিসি, পিএসসি, জি +, পিএইচডি, ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিইউপি, সহযোগী অধ্যাপক মো. মোহসিন রেজা (বিইউপি), সহকারী অধ্যাপক ডক্টর মুমিত আল রশিদ, (ঢাকা বিশ্ববিদ্যালয়), ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি’র সভাপতি জনাব সাইফুল্লাহ সাদেক।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বক্তাদের মাঝে ক্রেস্ট প্রদান এবং নবীণ সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়। এছাড়াও বিইউপি রিসার্চ সোসাইটির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :