ইডেনে টেস্ট দেখতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন মোদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৫:০৫

কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক টেস্টে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আবদুল মোমেন।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ‘২২ নভেম্বর বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি উপভোগ করতে কলকাতায় যাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরুরী কাজ থাকায় সেদিন ইডেন গার্ডেনে উপস্থিত থাকতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে বৈঠকে বসবেন শেখ হাসিনা।’

ইডেন টেস্টকে স্মরণীয় করে রাখতে অনেক আগেই বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিষয়টি আরো জোরদার হল।

উল্লেখ্য, ঐতিহাসিক ইডেন গার্ডেন টেস্টে রেওয়াজ অনুযায়ী ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :