দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৫২

দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী সুখ সাগরের দু’পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার অভিযোগের প্রেক্ষিতে তা উচ্ছেদ করা হয়েছে।

তবে যাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের অভিযোগ, তাদের কোন নোটিশ দেয়া হয়নি। লিজের ১৮ মাস বাকি থাকতেই এই অভিযান চালানো হয়েছে। এদিকে উচ্ছেদকৃত বেশিরভাগ মালামাল প্রশাসন জব্দ করেছে।

প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সুখ সাগরের দু’পাড় অবৈধ দখলে নিয়ে স্থাপনা গড়ে বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল। বেশ কয়েকবার নোটিশ দেয়ার পরেও তারা অবৈধ স্থাপনা সরায়নি। নিয়মিত উচ্ছেদের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

(ঢাকাটাইমস/ ১৪নভেম্বর/এএইচ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :