ওয়ানডে স্টাইলে ব্যাট করছে ভারত

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ১৭:২৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ১৭:৪৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

টি-টোয়েন্টিতে মধ্যম সারির দল নিয়ে খেললেও টেস্টে পুরো শক্তির দল নিয়ে নেমেছে ভারত। ক্রিকেট বিশ্লেষকরা বলছিলেন, ভারতের এই বোলিং আক্রমণ সামলাতে বাংলাদেশকে বিপাকে পড়তে হবে। বাস্তবেও হলো তাই। স্বাগতিকদের বোলিং লাইন আপের সামনে বাংলাদেশ যেন অসহায়!

ইন্দোর টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। পরে ভারত ব্যাটিংয়ে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাট করে যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৪.৩ ওভারে ১ উইকেটে ৮৪ রান।

নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই ভারত সফরে। তাই বৃহস্পতিবার ইন্দোরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে টস করতে নামেন মুমিনুল হক। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম সেশনে ফিরে যান ইমরুল, সাদমান ও মিথুন। মুমিনুল হক-মুশফিকুর রহিমের জুটি চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করে ধাক্কা খানিকটা কাটিয়ে দিলেও দ্বিতীয় সেশনে ফের আঘাত হানে ভারত। এই সেশনে পড়ে চার উইকেট।

সাত উইকেটে ১৪০ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতি থেকে ফিরে মাত্র ১০ রান তুলতেই বাকি তিন উইকেট হারায় মুমিনুল হকের দল। কার্যত, বাংলাদেশের শেষ পাঁচ উইকেট পড়ে ১০ রানে। দলীয় ১৪০ রানে ষষ্ঠ উইকেট পড়ে বাংলাদেশের। ফিরে যান মুশফিক। এরপর দ্রুতই ফিরে যান মিরাজ, লিটন, তাইজুল, ইবাদত। ৫৮.৩ ওভারে ১৫০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের ১০ উইকেটের মধ্যে ভারতের পেসাররাই নিয়েছেন ৭টি উইকেট। দুই উইকেট নেন স্পিনার অশ্বিন। রান আউট হন তাইজুল।

বৃহস্পতিবার সকালে সাত ওভারের মধ্যেই আউট হন বাংলাদেশের দুই ওপেনার। প্রথমে ইমরুল কায়েসকে (৬) ফেরান উমেশ যাদব। তাঁর ক্যাচ নেন অজিঙ্কা রাহানে। এরপর সাদমান ইসলামকে (৬) ফেরান ইশান্ত শর্মা। ক্যাচ ধরেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ১২ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের।

তৃতীয় উইকেট পড়ে দলীয় ৩১ রানে। শামির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মিথুন (১২)। এরপর অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম শুরুর ধাক্কা সামলে ভদ্রস্থ স্কোরের পথে নিয়ে যাচ্ছিলেন দলকে। আর তখনই অশ্বিনের বলে বোল্ড হন মুমিনুল। এরপর একে একে ফিরতে থাকেন অন্য ব্যাটসম্যানরা।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এসইউএল)