বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ১১৯ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ১৯:৫৫

মো. শাহীন,টেকনাফ, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন বঙ্গোপসাগর হয়ে একটি ট্রলার মালয়েশিয়া যাত্রাকালে সেখান থেকে ১১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ  বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, আজ  সকালে গোপন সংবাদে জানা যায় সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ট্র্রলার সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবে। এমন খবরে সেন্টমার্টিন কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করে ট্রলারসহ ১১৯ রোহিঙ্গাকে উদ্ধার করে। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

লে. কমান্ডার আরও বলেন, উদ্ধার ১১৯ রোহিঙ্গার মধ্যে ১৪টি শিশু, ৫৮ জন নারী ও ৪৭ জন পুরুষ রয়েছে। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/মোআ)