যশোরে স্কুলশিক্ষিকার আত্মহত্যা

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ২০:৫৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ২১:১৯

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের চৌগাছায় গলায় রশি দিয়ে শাহানাজ পারভীন মুন্নি নামে এক প্রতিবন্ধী স্কুলশিক্ষিকা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বর্ণি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক এবং দৌলতপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। বুধবার রাতে দৌলতপুর গ্রামের বাড়ির একটি ঘরে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তার লাশ উদ্ধার করে। মাতা-পিতার আপত্তি না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়।

(ঢাকাটাইমস/প্রতিনিধি/১৪নভেম্বর/এএইচ/এলএ)