ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০৮:৫৯ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ০৮:৫৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিতার একটি হাইস্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল পৌনে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, রয়টার্সের।

খবরে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে ৩০ মাইল দূরে সগাস হাইস্কুলে ওই বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হামলার পর বন্দুকধারী ওই শিক্ষার্থীও নিজের মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে আটক করেছে পুলিশ। হামলাকারী ওই কিশোরের নাম নাথানিল বেরহো। ১৬ বছর বয়সী নাথানিল একই স্কুলের শিক্ষার্থী। নিজের ১৬তম জন্মদিনে এই হামলা চালায় ওই কিশোর।

পুলিশ জানায়, ভিডিও ফুটেজে দেখা গেছে হামলাকারী তার ব্যাগ থেকে বন্দুক বের করে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। পরে নিজের মাথায়ও গুলি করে সে। হতাহতদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। কী কারণে এই হামলা চালানো হলো তা নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ঢাকাটাইমস/১৫নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :