চেহারা বদলের ধারাবাহিক ‘রূপ’

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ১২:২৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ১৪:৫৫

বিনোদন প্রতিবেদক

ভাঙা আর গড়ার খেলায় স্বপ্ন ও মনোজগতে মানুষ তার পরিচয় খুঁজে ফেরে। সুখের সন্ধানে বাঁধা পড়ে সিসিফাস সিন্ড্রোমে। চক্রব্যুহে বার বার বদলে যায় তাদের রূপ। এই বদলে যাওয়া রূপ বা চেহারা নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক ‘রূপ’।

নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। সম্পাদনাও তিনি করেছেন। যৌথভাবে এ নাটকের গল্প লিখেছেন শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরী।

‘রূপ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ, লিটু আনাম, জাকিয়া বারি মম, হৃদি হক, তানজিকা আমিন, সাজু খাদেম, সানজিদা প্রীতি, এফ এস নাঈম, জুয়েল জহুর, শিল্পী সরকার অপু, আইরিন পারভীন লোপা সহ অনেকে।

তারকাবহুল এই নাটকটি প্রচার করা হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির পর্দায়। আগামী ১৭ নভেম্বর থেকে প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দেখা যাবে ‘রূপ’।

ঢাকাটাইমস/১৫নভেম্বর/এএইচ