‘অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষমদের কর দেয়া উচিৎ’

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর-৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অভ্যন্তরীণ সম্পদ আহরণের প্রধান উৎস কর। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রত্যেক সক্ষম নাগরিকের কর দেয়া উচিৎ।’
ফরিদপুরে শুরু হওয়া চার দিনব্যাপী আয়কর মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ মেলার আয়োজন করেছে কর অঞ্চল-৩ ঢাকা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘কর অফিসগুলোতে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। যাতে সাধারণ নাগরিকরা স্বেচ্ছায় কর দিতে আসেন। এক্ষেত্রে কোনো ধরনের হয়রানি কাম্য নয়।’
এবারের মেলার স্লোগান হচ্ছে ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এবং প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’।
জেলা প্রশাসক অতুল সরকার,পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পৌর মেয়র মাহাতাব আলি মেথু, কোতয়ালি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,জেলা আ’লীগ যুগ্ম-সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নামজুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার হরিপদ সরকার। চার দিনের মেলা শেষ হবে ১৮ নভেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪টি স্টলের মাধ্যমে এখানে করদাতাদের সেবা দেয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কুলিয়ারচরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে কাবাডি প্রতিযোগিতা

হাইকোর্টের আদেশ বাস্তবায়ন চান ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা

‘আগুনসন্ত্রাস মোকাবেলা করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন’

‘নাছিরই চট্টগ্রাম নগর আ.লীগের ধারক-বাহক’

টুঙ্গিপাড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ

বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগ

কিশোরগঞ্জে খাস জমি পেলেন দুঃস্থ মুক্তিযোদ্ধারা

মাইকিং করে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন যুবক

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা মেয়র জাহাঙ্গীরের
