শেষ ৩০ ওভারে ১৯০ করেছে ভারত

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ১৮:২৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

টেস্ট ম্যাচে ওয়ানডে-টি-টোয়েন্টির রঙ! ইন্দোর টেস্টে এমন রূপ দেখাচ্ছে ভারত। স্বাগতিক দলের ব্যাটসম্যানদের সামনে বাংলাদেশের বোলাররা যেন অসহায়! গতকাল ২৬ ওভারে ১ উইকেটে ৮৬ রান করে দিনের খেলা শেষ করেছিল ভারত। সোমবার দিন শেষে ভারতের সংগ্রহ ১১৪ ওভারে ৬ উইকেটে ৪৯৩ রান।

অর্থাৎ, আজ পুরো দিনে ৮৮ ওভারে ৫ উইকেটে ৪০৭ রান করেছে বিরাট কোহলিরা। এর মধ্যে দিনের শেষ সেশনে ৩০ ওভারে ১৯০ রান করেছে স্বাগতিকরা। এই সেশনে তারা হারায় ৩ উইকেট। শেষ বিকালে ব্যক্তিগত ২৪৩ রানে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল।

ইন্দোরে গতকাল (বৃহস্পতিবার) শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। গতকাল টস জিতে ব্যাট করতে নেমে ১৫০ রান করে অলআউট হয়েছিল বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। ৩৭ রান করেন অধিনায়ক মুমিনুল হক। ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ৩টি, ইশান্ত শর্মা ২টি, উমেশ যাদব ২টি ও রবীচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।

শুক্রবার দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৯৩ রান। অর্থাৎ, ম্যাচে ৩৪৩ রানের লিডে রয়েছে বিরাট কোহলিরা। তাদের হাতে এখনো রয়েছে ৬টি উইকেট।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এসইউএল)