খোকার দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মী

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ১৯:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এতে অংশ নেন বিএনপি ও অন্যান্য দলের হাজারো নেতাকর্মী।

আজ শুক্রবার বিকালে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন মাঠে এই দোয়া মাহফিল হয়।

এ সময় সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন তার বাবার মাগফিরাতের জন্য দোয়া চান। দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম।

ক্যানসারে আক্রান্ত সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকা গত ৪ নভেম্বর নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭ নভেম্বর সকালে তার মরদেহ ঢাকায় আনা হয়। ঢাকায় ৫ দফা জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

তার স্মরণে আজকের দোয়া মাহফিলে বিএনপি, ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং রাজধানী ঢাকার  বিভিন্ন স্থানের কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান; জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ এমপি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/মোআ)