ইমার্জিং এশিয়া কাপ

শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ১৯:৫৬

ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল ইর্মাজিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। এ ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে। কারণ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ ও ভারত।

গতকাল সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে হংকং এর মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে হংকং। বল হাতে বাংলাদেশের সুমন খান ৩৩ রানে ৪ উইকেট নেন। জবাবে সৌম্য সরকার ও মোহাম্মদ নাইমের ব্যাটিং নৈপুণ্যে ২৪.১ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। সৌম্য ৭৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৮৪ রান করেন। ওপেনার নাইমের ব্যাট থেকে আসে ৫২ বলে ৫০ রান।

বাংলাদেশের ম্যাচের দিন মাঠে নামে ভারতও। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ভারতের প্রতিপক্ষ ছিলো নেপাল। নেপালকে ৭ উইকেটে হারায় ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৪ দশমিক ৫ ওভারে ১৯৩ রানে অলআউট হয় নেপাল। পন সরপ ৪৯ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। ভারতের সৌরভ দুবে ৪টি উইকেট শিকার করেন। জবাবে সানবীর সিং-এর ৫৬ ও আরমান জাফরের ৫১ রানে ৮ ওভার বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচের দিন লড়বে হংকং-নেপালও। তাদের ম্যাচটি হবে সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে।

‘বি’ গ্রুপের মত ‘এ’ গ্রুপেও আগামীকাল মাঠে নামছে চারটি দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে শ্রীলংকা ও পাকিস্তান। একই দিন কক্সবাজারের একাডেমি মাঠে মুখোমুখি হবে আফগানিস্তান-ওমান।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় ধরনের চমক দেখায় ওমান। শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে দেয় ওমান। কক্সবাজারের একাডেমি মাঠে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ওমান। পুরো ৫০ ওভার ব্যাট করে ২৬৮ রানের চ্যালেঞ্জিং করে অলআউট হয় শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন আসিন বন্দরা। ওমানের মোহাম্মদ সানুথ ৪১ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৯০ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওমান। তবে পঞ্চম উইকেটে উইকেটরক্ষক সুরাজ কুমারকে নিয়ে ১৪৮ রানের জুটি গড়েন ওপেনার জতিন্দার সিং। সুরাজ ৭০ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন জতিন্দার। শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই বীরের বেশে মাঠ ছাড়েন জতিন্দার। ১৩টি চার ও ১টি ছক্কায় ১৫০ বলে অপরাজিত ১৩১ রান করেন জতিন্দার। শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয়ের স্বাদ নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে ওমান।

তবে ওমানের মত নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি আফগানিস্তান। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারে আফগানিস্তান।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :