দলের কাঠামোতে পরিবর্তন আনতে হবে: ডোমিঙ্গো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ২১:৩৬

ইন্দোর টেস্টে করুণ অবস্থা বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে ভারতীয় পেসারদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। এরপর ফিল্ডিংয়ে নেমে স্বাগতিক দলের ব্যাটসম্যানদের সামনে যেন ‘অসহায়’ বাংলাদেশের বোলাররা।

একাদশে বোলিং আক্রমণে আছেন দুই পেসার আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। আছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ইন্দোরের উইকেটে স্পিনাররা সুবিধা করতে পারছে না। পেসারদের জন্য সুবিধা থাকলেও এই দুই পেসার নিয়ে তেমন প্রভাব ফেলতে পারছে না বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, টেস্ট দলের কাঠামোতে পরিবর্তন আনা দরকার। দলে একজন পেস অলরাউন্ডার দরকার। দলের সমস্যা সমাধানে তিনি নির্বাচকদের সঙ্গে বসতে চান।

রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, দলের কাঠামোতে পরিবর্তন আনতে হবে। অন্যথায় ফলাফল যা আসার তাই আসবে। ভবিষ্যৎ পরিকল্পনা নিতে নির্বাচকদের সঙ্গে আমাকে বসতে হবে। দলকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন ক্রিকেটার আমাকে খুঁজে বের করতে হবে। এর কারণে যদি আমাকে কিছু নতুন মুখ দলে যুক্ত করতে হয় করব। তার কারণে যদি দল কিছুদিন খারাপ করে সেটা কোনো ব্যাপার না। কারণ, বর্তমানে দল যে ভালো করছে তা নয়।’

তিনি আরো বলেছেন, ‘আমাদের দলে চমৎকার কিছু খেলোয়াড় আছে। তাদের সম্মান করতে হবে। তাদের পারফরম্যান্সকে মূল্যায়ন করতে হবে। তাছাড়া দলের স্বার্থে আমাদের কিছু সিদ্ধান্তও নিতে হবে।’

টাইগার কোচ বলেছেন, ‘দুইজন পেসার নিয়ে খেলাটা খুবই কঠিন। আমাদের তৃতীয় একজন পেসার খুঁজতে হবে যে, ব্যাটও করতে পারে। সাইফউদ্দিন আছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সে চমৎকার খেলছে। এখন সে ইনজুরিতে ভুগছে। দলের কাঠামোতে নজর দেয়া দরকার।’

ডোমিঙ্গো বলেছেন, ‘আমি মনে করি, বাংলাদেশের বিপক্ষে অনেকই দলই এমন পিচ তৈরি করবে যা স্পিন বান্ধব না। আমাদের এমন একজন পেসার দরকার যে সাত নম্বর/আট নম্বরে নেমে ব্যাট করতে পারে।’

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :