সাভারে আ.লীগের সম্মেলন নিয়ে সংঘর্ষ, আহত ৪

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ২১:৩৯

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

ঢাকার সাভারে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাভারের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় এ সংঘর্ষ হয়। পরে শুক্রবার সকালে ভুক্তভোগী আহত নান্নু মিয়া ছয়জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি ঢাকা জেলা সাভার থানার বক্তারপুর এলাকার তানভীর হোসেন সিফাত, সাজ্জাদ হোসেন বাবু, একই এলাকার মোবারক ও শাকিল।

এছাড়া মামলার বাকি আসামিরা হলেন- সাভার থানার বক্তারপুরের বাশপট্টি এলাকার মিলন ও রবিউল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় নান্নু মিয়াসহ কয়েকজনের উপর হামলা চালায় তানভীর হোসেন সিফাতসহ ১০-১২ জন। এসময় চাপাতি, হকিস্টিক, লোহার রডসহ দেশিও অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপালে নান্নু, ফারুক ও টুটুলসহ অন্তত চারজন আহত হন। পরে আহতদের ডাকে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগী নান্নু মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে আমার বোনের বিয়ে ছিল। আমি সিফাতকে বলেছিলাম, ‘শুক্রবার সাভারে আওয়ামী লীগের সম্মেলনে তুই তর সমর্থকদের নিয়ে আগে যাবি আর আমি পরে যাব’ এ কথা নিয়ে হঠাৎ করে রাত ১১টার দিকে সিফাতসহ কয়েকজন অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ঘটনায় শুক্রবার সকালে সাভার থানায় একটি মামলা (নং-৩২) হয়েছে। মামলারভিত্তিতে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এলএ)

সাভারে আ.লীগের সম্মেলন নিয়ে সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

ঢাকার সাভারে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাভারের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় এ সংঘর্ষ হয়। পরে শুক্রবার সকালে ভুক্তভোগী আহত নান্নু মিয়া ছয়জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি ঢাকা জেলা সাভার থানার বক্তারপুর এলাকার তানভীর হোসেন সিফাত, সাজ্জাদ হোসেন বাবু, একই এলাকার মোবারক ও শাকিল।

এছাড়া মামলার বাকি আসামিরা হলেন- সাভার থানার বক্তারপুরের বাশপট্টি এলাকার মিলন ও রবিউল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় নান্নু মিয়াসহ কয়েকজনের উপর হামলা চালায় তানভীর হোসেন সিফাতসহ ১০-১২ জন। এসময় চাপাতি, হকিস্টিক, লোহার রডসহ দেশিও অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপালে নান্নু, ফারুক ও টুটুলসহ অন্তত চারজন আহত হন। পরে আহতদের ডাকে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগী নান্নু মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে আমার বোনের বিয়ে ছিল। আমি সিফাতকে বলেছিলাম, ‘শুক্রবার সাভারে আওয়ামী লীগের সম্মেলনে তুই তর সমর্থকদের নিয়ে আগে যাবি আর আমি পরে যাব’ এ কথা নিয়ে হঠাৎ করে রাত ১১টার দিকে সিফাতসহ কয়েকজন অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ঘটনায় শুক্রবার সকালে সাভার থানায় একটি মামলা (নং-৩২) হয়েছে। মামলারভিত্তিতে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এলএ)