ইঞ্জিন থেকে বগিতে আগুন লাগা সন্দেহজনক: রেলমন্ত্রী

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ২১:৫৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ২২:০২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে ইঞ্জিন থেকে বগিতে আগুন ছড়িয়ে পড়া সন্দেহজন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি বলেছেন, এটি কোনো নাশকতা কিনা না তা তদন্ত করে দেখা হচ্ছে

শুক্রবার দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেলেপথে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কথা বলেন মন্ত্রী

তিনি সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার পর ইঞ্জিনের আগুন কিভাবে শীতাতপ নিয়ন্ত্রিত বগির ভেতরে ঢুকলো এটা ভাবনার বিষয় দুর্ঘটনার পর ইঞ্জিনের আগুন বগির ভেতরে লাগাটা সন্দেহজনক

২০১৪ সালে তথাকথিত আন্দোলনের নামে এই এলাকায় একটি ট্রেন আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ঘটনার সাথে কোনো নাশকতা কর্মকাণ্ড জড়িত কিনা না তা তদন্ত করে দেখা হচ্ছে

সময় উপস্থিত রেল সচিব মোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার কারণ সর্ম্পকে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না তবে ইতিমধ্যেই চারটি তদন্ত টিম গঠন করা হয়েছে আশা করা যাচ্ছে খুব দ্রুতই দুর্ঘটনার আসল কারণ উৎঘাটন করা যাবে

মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ফারুকুজ্জামান, পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি ভৌমিক, জেলা প্রশাসক . ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান সহ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ

এদিকে দুর্ঘটনার দিন বৃহস্পতিবার এই লাইনে যারা সংস্কার কাজ করছিলেন তাদের দুজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন- কালিগঞ্জ গ্রামের আরিফ হোসেন মাটি কোড়া গ্রামের আব্দুর রাজ্জাক

রেলের একটি সূত্র ধারণা করছে, সংস্কারের কাজের সময় উল্লাপাড়া স্টেশনে ঢোকার সম্মুখ পয়েন্টে বেসপ্লেট খুলে রাখা হয়েছিল যে কারণে ওই দুজনকে আটক করা হয়েছে

উল্লাপাড়ায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার বেলা টা মিনিটে চুম্বক পয়েন্টে ইঞ্জিনসহ ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয় যার মধ্যে ইঞ্জিনসহ চারটি বগি আগুনে পুড়ে যায় আহত হন ২০ ট্রেনযাত্রী

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি, পশ্চিমাঞ্চল রেল বিভাগের পক্ষ থেকে দুটি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটিসহ মোট চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি আলাদাভাবে কাজ শুরু করেছে

ঢাকাটাইমস/১৫নভেম্বর/ইএস