‘অন্যায় করলে আ.লীগে জায়গা নেই’

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
| আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৬:২৫ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৯, ১৬:১৯
ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর-৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমি নিজে অন্যায় করি না, অন্য কাউকেও অন্যায় করতে দেব না। আর অন্যায় করলে তার জায়গা আওয়ামী লীগে হবে না।’

শনিবার দুপুরে সদর উপজেলার বাখুন্ডা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সবাইকে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে সহযোগিতা করতে হবে।’

খন্দকার মোশাররফ বলেন, ‘দুর্নীতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা। কাজেই চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে সফল করতে সবাইকে অবশ্যই এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশকে এগিয়ে নেয়া। সাধারণ মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করছে। এ জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম আইউব হারিচের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতয়ালি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নামজুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :