ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ১৬:৪৪

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার উত্তরপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। সে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নূর নাহার জানান, বিকালে পৌর এলাকার পাশের শিমলা গ্রামে বিয়ে দিতে গেলে ওই বাড়িতে উপস্থিত হয় প্রশাসনের লোকজন। মেয়ের বাবা-মাকে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না- মর্মে মুচলেকা দেন।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এলএ)