লাকসামে উচ্ছেদের প্রতিবাদে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ১৮:০৭

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশন হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওই সম্প্রদায়ের লোকজন। শনিবার লাকসাম রেলওয়ে জংশন প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে হরিজন সম্প্রদায় কমিটির নেতারা জানান, লাকসাম রেলওয়ে জংশন মেডিকেল কলোনিতে হরিজন সম্প্রদায়ের প্রায় ২০টি পরিবার বসবাস করে। ব্রিটিশ আমল থেকে অদ্যবধি পর্যন্ত জংশন মেডিকেল কলোনিতে বসবাস করে লাকসাম রেলওয়ে জংশন ও পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে আসছে। বাংলাদেশ রেলওয়ের চলমান অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আমাদেরও উচ্ছেদের নোটিশ দেয়। আমরা হরিজন জনগোষ্ঠী ভূমিহীন। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। এছাড়া আমাদের কেউ ঘর বা বাড়ি ভাড়া দেয় না। বর্তমান এ প্রক্রিয়ায় উচ্ছেদ করে দিলে আমাদের যাওয়ার জায়গা নেই। তাই আমাদের লাকসাম রেলওয়ের জংশন মেডিকেল কলোনির পরিত্যাক্ত ওই জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়ার জন্য জোর দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিজন সম্প্রদায়ের সভাপতি পুনম, রাজিব, লালন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এলএ)