হলে মাদক সেবন, ধরা খেলেন নোবিপ্রবির তিন ছাত্রী

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৪:৪৪ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৯, ১৮:৫১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের তিন শিক্ষার্থীকে মাদক সেবনকালে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ওই ছাত্রী হলের সিঁড়ি রুমে মাদক সেবন করেন এই তিন শিক্ষার্থী। হলের অন্য শিক্ষার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে আসে এবং শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারা হাতেনাতে ধরা পড়েন।

হলে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, হলের মধ্যে গাঁজা সেবন প্রায় সময়ই চলে। আমরা অভিযোগ করলেও হল প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

হল প্রভোস্ট আতিকুর রহমান বলেন, বিষয়টি জানার পর সেখানে প্রক্টরিয়াল বডি ও সহকারী প্রভোস্টকে পাঠানো হয়েছে এবং আমাদের কাছে অভিযোগপত্র এসেছে- আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

বিশ্ববিদ্যালয় হলগুলোতে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে প্রক্টর নেওয়াজ মুহাম্মদ বাহাদুর বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মাদকদ্রব্য সেবনের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি। প্রত্যেক হলে কয়েকজন করে সহকারী প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। তারা নিয়মিত রিপোর্ট জমা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :