‘স্মার্ট কার্ড প্রকৃত নাগরিকের পরিচয়’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৫৫

কার্ডে একজন নাগরিকের প্রকৃত পরিচয় পাওয়া যাবে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শনিবার বেলা ১১টায় সরকারি মুড়াপাড়া কলেজের গাজী অডিটরিয়ামে মুড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রে একজন নাগরিকের জীবনের বৃত্তান্ত দেয়া আছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন- জেলা প্রশাসক জসিম উদ্দিন, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :