ভারতের বোলিং আক্রমণ চ্যালেঞ্জিং: মুমিনুল

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ২১:০০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই ইনিংসে বাংলাদেশের স্কোর যথাক্রমে ১৫০ ও ২১৩। টেস্ট ম্যাচে এমন ব্যাটিং করলে জেতা তো দূরের কথা কোনো দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাও সম্ভব নয়। মুমিনুল হকদের ক্ষেত্রেও তাই হয়েছে। ভারত সফরে সিরিজের প্রথম টেস্টে শনিবার ইনিংস ও ১৩০ রানে হেরেছে বাংলাদেশ।

সাধারণত বাংলাদেশ খুব বেশি একটা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায় না। বাংলাদেশ বছরে ৫টি টেস্ট খেললে ভারত এক সিরিজেই পাঁচটি টেস্ট খেলে। তবে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে সামনে বাংলাদেশ বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাবে। এই বিষয়টি নিয়ে খুশি ভারত সফরে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

শনিবার মুমিনুল হক বলেছেন, ‘আমরা খুশি। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বড় সুযোগ। এটা বড় প্রতিযোগিতা। আইসিসি যদি প্রতিযোগিতা আয়োজন না করতো তাহলে আমরা বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেতাম না।’

তিনি আরো বলেন, ‘আমাদের অনেক টেস্ট ম্যাচ খেলতে হবে। গত সাত মাসে আমরা মাত্র দুইটি টেস্ট ম্যাচ খেলেছি। অন্য দলগুলোর মতো আমরা টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাই না। আমি মনে করি, দুইটি (বাংলাদেশ-ভারত) দলের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য।’

মুমিনুল বলেন, ‘বোলিং আক্রমণ চ্যালেঞ্জিং ছিল। যদি ওপেনাররা ১৫-২০ ওভার পর্যন্ত খেলে আসতে পারত তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য খেলা সহজ হয়ে যেত। এদের বোলিং আক্রমণ ভয়ানক। তবে, আমরাও ভালো ব্যাট করতে পারিনি। ভারতের বোলিং আক্রমণ বিশ্বের সেরা।’

এই ম্যাচে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ৪৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ করেন তিনি। মুশফিকুর রহিমকে নিয়ে মুমিনুল হক বলেছেন, ‘মুশফিক ভাইকে আরেকটু উপরে ব্যাট করালে ভালো হবে। যদি টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়। আমি মনে করি, এই বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে।’

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এসইউএল)