মেঘনায় ধরা পড়ল পাঁচ মণ ওজনের পানপাতা মাছ

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ২৩:৩৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ২৩:৩৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় জেলেদের জালে পাঁচ মণ ওজনের একটি বিশাল পানপাতা মাছ ধরা পড়েছে। শনিবার বিকালে পৌর শহরের পলতাকান্দা গ্রামের জেলে আলমগীর হোসেনের জালে মাছটি ধরা পড়ে। 

জেলেদের দাবি, পানপাতা মাছটি এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন। বিশাল আকারের মাছটি সন্ধ্যায় বিক্রির জন্য আড়তে নিয়ে এলে মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

পৌর শহরের পলতাকান্দা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, দীর্ঘ দিন ধরে মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিদিনের ন্যায় দুপুরে নদীতে জালে ফেলেন তিনিসহ তার সহযোগীরা। পরে মাছ ধরতে জাল টেনে কাছে আনার সময় জালে বড় কিছু একটা ধরা পড়েছে বলে টের পান তারা। ফলে আস্তে আস্তে জাল টেনে কৌশলে বিরল প্রজাতির পানপাতা মাছটি ধরতে সক্ষম হন।

তিনি আরো জানান, জালটি নৌকার কাছে এলে মাছটি শক্তি প্রয়োগ করে জাল থেকে বেরিয়ে যেতে চায়। তারাও সতর্কতার সঙ্গে আট থেকে ১০ জেলে মিলে মাছটি নৌকায় তুলতে সক্ষম হন। পরে সন্ধ্যায় মাছটি বিক্রি করতে নৈশ মৎস আড়তের মনির এন্টারপ্রাইজের মালিক রাজু বেপারী কাছে নিয়ে আসেন। 

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এলএ)