অনলাইনে ফাঁস ‘মারজাভা’

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ০৮:৩৩

শুক্রবার সারা ভারতে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, রীতেশ দেশমুখ, তারা সুতারিয়া এবং রাকুল প্রীত সিং অভিনীত ছবি ‘মারজাভা’। প্রথমদিনে এটি বক্স অফিস কালেকশন ছুঁয়েছে সাত কোটি টাকা। অর্থাৎ দর্শক এই ছবিকে সানন্দে গ্রহণ করেছেন। কিন্তু এই সুখবরের মধ্যেই সামনে এল এক দুঃসংবাদ।

বলিউড সূত্রে খবর, মুক্তির দিনেই ভিডিও পাইরেসির শিকার হয়েছে ‘মারজাভা’। অনলাইনে ছড়িয়ে পড়েছে গোটা ছবিটাই। আর এই অপরাধে আরও একবার নাম জড়িয়েছে কুখ্যাত ‘তামিল রকস্টার’ নামে পোর্টালটির। তারা এই কাজে বরাবরই উস্তাদ।

এর আগে ‘ডিম গার্ল’, ‘সুপার থার্টি’, ‘ভারত’, ‘কবির সিং’ এবং ‘এভেঞ্জার এন্ডগেম’-এর মতো সুপারহিট ছবিগুলো এই পোর্টালটিই অনলাইনে ফাঁস করেছিল। অর্থাৎ তাদের টার্গেটই থাকে হিট ছবিগুলোকে ভিডিও পাইরেসির শিকার বানিয়ে অনলাইন থেকে বিপুল অর্থ কামানো।

কিন্তু বার বার একই অপরাধ করে পার পেয়ে যায় ‘তামিল রকস্টার’ নামে ওই পোর্টাল। এর পেছনে প্রধান কারণ হচ্ছে, পোর্টালটি বার বার তাদের ডোমেন এক্সটেনশন বদলাতে থাকে। ফলে সাইবার সেল এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে।

ঢাকাটাইমস/১৭নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :