জোকারের নয়া মাইল ফলক

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ০৯:৩৮

বিনোদন ডেস্ক

নতুন এক মাইল ফলক ছুঁয়ে ফেলল চলতি বছরের অন্যতম সাড়া জাগানো হলিউড ছবি ‘জোকার’। আন্তর্জাতিক টিকিট বিক্রির নিরিখে এক বিলিয়ন মার্কিন ডলারের গন্ডি পেরোল এই ছবি। বাংলাদেশি টাকায় যার মূল্য ৮০ হাজার কোটি টাকারও বেশি।

এই প্রথম হলিউডের কোনও ‘আর’ রেটেড ছবি পৃথিবী জুড়ে এমন সাড়া জাগানো ব্যবসা করল। ‘জোকার’-এর এমন সাফল্যের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক পত্রিকা ফোর্বস। তবে এখনও পর্যন্ত ছবিটি চীনের বাজারে ঢুকতে পারেনি। অর্থাৎ জেট লি-জ্যাকি চ্যানদের দেশে এখনও মুক্তি পায়নি ‘জোকার’।

হলিউড রিপোর্টার-এ প্রকাশিত খবর অনুযায়ী ‘অ্যাকুয়াম্যান’, ‘দ্য ডার্ক নাইট রাইসেস’ এবং ‘দ্য ডার্ক নাইট’-এর পর ‘জোকার’ চতুর্থ ডিসি কমিকস, যা বক্স অফিসে এতটা সফলতা পেল।

নিঃসঙ্গ, মানসিকভাবে অসুস্থ জোকারের নাম ভূমিকায় অনন্য অভিনয় করে সারা দুনিয়ার দর্শকের মন জিতে নিয়েছেন জোয়াকিন ফিনিক্স। চীনে বাজার না পেয়েও এমন ব্যবসা এর আগে কোনো ‘আর’ রেটেড ছবি করেনি। এ জন্যই এর সাফল্য নিয়ে এত হইচই।

ঢাকাটাইমস/১৭নভেম্বর/এএইচ