পেঁয়াজের দামবৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:৫৩ | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:৪৫

পেঁয়াজ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধির প্রতিবাদে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রবিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশ করেন তারা।

সমাবেশ থেকে তোলা পাঁচ দফা দাবিগুলো হলো অনতিবিলম্বে দ্রব্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা; অসাধু সিন্ডিকেট ভেঙে তাদের আইনের আওতায় আনা; নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ; আমদানি নির্ভরশীলতা কমানো এবং বাণিজ্যমন্ত্রীর লাগামহীন বক্তব্যের জন্য তাকে পদত্যাগ।

সমাবেশে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘সরকার ১০ টাকায় চাল আর পাঁচ টাকায় লবণ খাওয়াবেন বলছিল। কিন্তু আজ চাল ৫০ টাকা, পেঁয়াজ ২৮০ টাকা। এই হচ্ছে তাদের দিন বদলের সনদ। তারা এমন দিন বদলের সনদ দিয়েছে যেখানে মানুষকে না খেয়ে থাকতে বলা হচ্ছে। বলা হচ্ছে তরকারিতে পেঁয়াজ না দিতে অথচ যেখানে মানুষ শত বছর ধরে পেঁয়াজ খেয়ে আসছে। আজ তারা এসব কথাবার্তা বলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

‘আজকে যখন জিডিপির কথা বলা হচ্ছে তখন আমরা দেখি আমাদের দেশে প্রায় চার কোটি বেকার রয়েছে, যখন উন্নয়ন নিয়ে গর্ব করা হয় তখন আমরা দেখি প্রবাসী শ্রমিক ভাইয়েরা কী অমানবিক নির্যাতনের সহ্য করছে। নির্যাতিত-নিপীড়িত হয়েই তারা দেশে ফিরছে।’

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে নুর বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কোনো রাজনৈতিক দলকে তো রাজপথে দেখা যায় না। অথচ নব্বইয়ের দশকে আমরা দেখেছি যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতো তখন ছাত্র সংগঠনগুলোর রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করে, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি দেয়; কিন্তু আজকে যখন রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তখন আমরা ছাত্ররা রাজপথে নামতে বাধ্য হচ্ছি।’

জাতীয় নির্বাচনের কথা স্মরণ করে ভিপি নুর বলেন, ‘আমরা দেখেছি ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে কীভাবে একটি অকার্যকর সংসদ করে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে। আর আজকে প্রকৃত গণতন্ত্র এবং জবাবদিহিতামূলক সরকার না থাকায় দেশ দুর্বৃত্তায়নের দুষ্টচক্রে ঘুরপাক খাচ্ছে।’

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে তারা শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার শাহাবাগে আসেন।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এমআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :