ইউরোর মূল পর্বে নেদারল্যান্ডস-জার্মানি-ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:০২

বেলফাস্টে শনিবার টানা দ্বিতীয়বার ইউরোর যোগ্যতা অর্জন আঁধারে রয়ে যেতে পারত ডাচদের জন্য। যদি না প্রথমার্ধে নর্দার্ন আয়ারল্যান্ড স্ট্রাইকার স্টিভেন ডেভিস পেনাল্টি মিস করতেন। শেষমেশ ডেভিসের পেনাল্টি মিসের কারণে নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য শেষ করেও ২০২০ ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করল ১৯৮৮ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

২০১৬ ইউরো এবং তারপর ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর রোনাল্ড কোম্যান এবং তাঁর ইয়ং ব্রিগেডের কাছে ২০২০ ইউরো মূল পর্ব ছিল একটা বড়সড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবেই ভ্যান ডিক, উইনালডমদের মত ফুটবলারদের নিয়ে গঠিত তরুণ ব্রিগেডকে মূল পর্বে তুলতে পেরে উচ্ছ্বসিত কোম্যান।

আক্রমণ প্রতি-আক্রমণে উপভোগ্য হয়ে ওঠে এদিনের গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও পজেশন নিজেদের দখলে রেখে সারা ম্যাচে প্রতিপক্ষকে একটিও গোলে শট নিতে দেননি ডাচ ডিফেন্ডাররা। আয়ারল্যান্ডের জোশ ম্যাগেনিস এদিন প্রথম ইতিবাচক গোলের সুযোগ পেলেও তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। উলটোদিকে বক্সের মধ্যে নেদারল্যান্ডের স্টিভেন বারঘুইসের একটি লুপ শট গোলরক্ষকের নাগাল এড়িয়ে ক্রসবারে প্রতিহত হয়।

৩০ মিনিটে বিতর্কিত পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় নর্দার্ন আয়ারল্যান্ড। স্টিভেন ডেভিসের স্পটকিক কয়েক যোজন বার উঁচিয়ে চলে যায় মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধেও দু’দল বিক্ষিপ্ত কিছু সুযোগ তৈরি করলেও ডেডলক খুলতে পারেনি কোনও দলই। ফলে গোলশূন্য ড্র করেও গ্রুপ-‘সি’ থেকে ইউরোর মূলপর্ব নিশ্চিত করে ডাচরা।

অন্যদিকে ড্র করে সরাসরি ইউরোর মূল পর্বের সুযোগ হাতছাড়া হলেও প্লে-অফ থেকে যোগ্যতা অর্জনের আশা এখনও রয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য।

গ্রুপ-‘সি’র অন্য ম্যাচে বেলারুশকে ৪-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে ইউরোর যোগ্যতা অর্জন করল জার্মানি। জার্মানির হয়ে জোড়া গোল টনি ক্রুসের। বাকি গোলদু’টি করেন ম্যাথিয়াস গিন্টার, লিওন গোরেৎজকা।

গ্রুপ-‘ই’র ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইউরোর টিকিট নিশ্চিত করল বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়াও। স্লোভাকিয়ার বিরুদ্ধে ৩২ মিনিটে এদিন পিছিয়ে পড়ে ক্রোয়াটরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল করে ক্রোয়েশিয়ার তিন পয়েন্ট নিশ্চিত করেন নিকোলা ভ্লাসিচ, ব্রুনো পেৎকোভিচ, এবং ইভান পেরিসিচ।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :