গালমন্দ করায় অজি পেসারের শাস্তি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:২৩

বিপক্ষের ক্রিকেটারকে গালিগালাজ করায় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে পারবেন না অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন। ২১ নভেম্বর ব্রিসবেনে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। সেই টেস্টে নিষিদ্ধ করা হয়েছে এই অজি পেসারকে।

বিপক্ষের ক্রিকেটারকে এই প্রথম যে গালমন্দ করছেন প্যাটিনসন এমন নয়। এর আগেও দুবার এমন কাণ্ড করেছেন তিনি। সতর্কও করা হয়েছিল প্যাটিনসনকে। কিন্তু তা মেনে একই কাজ করে বসেন ভিক্টোরিয়ার পেসার। গত সপ্তাহে শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল ভিক্টোরিয়ার।

সেই ম্যাচেই প্যাটিনসন গালমন্দ করে বসেন। বিপক্ষের ক্রিকেটারকে কী বলেছিলেন, তা জানা যায়নি। তবে এক বছরের মধ্যে তিন বার আচরণবিধি লঙ্ঘন করায় তাঁকে শাস্তি পেতে হয়েছে। নিয়ম অনুযায়ী, এক বছরের মধ্যে তিন বার আচরণবিধি লঙ্ঘন করলে এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হয়। সেই নিয়মেই নিষিদ্ধ করা হয়েছে প্যাটিনসনকে।

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে খেলার কথা ছিল প্যাটিনসনের। কিন্তু, এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় প্যাটিনসনের পরিবর্তে খেলার ব্যাপারে এগিয়ে রয়েছেন মিচেল স্টার্ক।

গত মঙ্গলবার শেফিল্ড শিল্ডের ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে ম্যাচটা হেরে যায় ভিক্টোরিয়া। সেই ম্যাচেই মেজাজ হারিয়ে গালমন্দ করে বসেন প্যাটিনসন। পরে অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা চান তিনি। প্যাটিনসন বলেন, ‘উত্তেজনার বশে আমি ভুল করে ফেলেছি। কাজটা করা ঠিক হয়নি তা বুঝতে পেরেছি। আম্পায়ার ও বিপক্ষের কাছেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি। ভুল করেছি আমি। আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা মেনে নিচ্ছি।’

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :