সাউথ এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন ইবির ছয় শিক্ষার্থী

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ২১:৩৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ২১:৪৯

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

সাউথ এশিয়ান গেমস-২০১৯-এ অংশগ্রহণ করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। বাংলাদেশের ৪৫টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট সাত শিক্ষার্থী গেমসটিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়র সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী রয়েছেন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১ থেকে ১০ ডিসেম্বর সাউথ এশিয়ান গেমস-২০১৯ নেপালের কাঠমান্ডু ও পোখারাতে অনুষ্ঠিত হবে।

গেমস-এ অংশ নিতে দলটি আগামী ২৯ নভেম্বর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং ১২ ডিসেম্বর ঢাকা প্রত্যাবর্তন করবে বলে জানা গেছে।

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী খেলোয়াড়দের স্বাগত জানিয়ে বলেন, তোমরা পদক জয় করে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের মান উজ্জ্বল করবে, এই প্রত্যাশা রাখছি।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এলএ)