‘শিক্ষার আলোয় সন্তানকে আলোকিত করুন’

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ২২:২২

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘আজকে সরকার উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে এবং সেখানে মানুষের কাজের কোন অভাব নেই- দক্ষ জনশক্তির অভাব দেখা দিয়েছে। কাজেই আপনার সন্তাদের যদি শিক্ষার আলোয় আলোকিত করতে পারেন, তাহলে আগামী দিনে আপনাদের সন্তান আপনার ঘর আলোকিত করবে। আপনার ঘর আলোকিত করার মধ্যদিয়ে আপনার সমাজকে আলোকিত করবে, আমাদের সুনামগঞ্জকে আলোকিত করবে- এই বাংলাদেশকে তারা আলোকিত করবে।

রবিবার বিকালে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, রাতারাতি কেউ সম্পদশালী হয়ে যাবে, বিত্তবান হয়ে যাবে- এরকম কোন পথ নেই। কারণ সুনামগঞ্জ হচ্ছে ভাটি এলাকা, বুরো ফসলের এলাকা, হাওর বাওর এলাকা। একমাত্র পথ হচ্ছে আপনার সন্তানকে যদি শিক্ষার আলোয় আলোকিত করতে পারেন, তাহলেই আপনার ঘর থেকে অভাব দূর হবে।

ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক ফজলুল হক দোলন ও সালেহ আহমদের যৌথ পরিচালনায় এ সভায় আরো বক্তব্য দেন- শিক্ষাবিদ শাহ মো. ফয়জুর নুর আলী, হাজী মুক্তার আলী, নুরুজ আলী, জাপা নেতা শওকত আলী, গর্ভনিং বোর্ডের সদস্য সামছুল হক, হাবিবুর রহমান হাবিব, চয়ন তালুকদার প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এলএ)