ঢাবিতে ছাত্রীদের সাইকেল প্রশিক্ষণ শুরু

ঢা‌বি প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ২২:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ঢাবি ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

র‌বিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি‌র উদ্বোধন করেন উপচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ২০ দিন পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

অনুষ্ঠানে বিজনেস অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ জাকিয়া পারভীন, কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ শামীম বানু, জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক, মেঘনা পেট্রোলিয়াম লি.-এর পরিচালক ইসতাক আহমেদ শিমুল, সুন্দরবন গ্যাস লি.-এর পরিচালক কাউসার আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক জয়ন্ত সরকারসহ ডাকসুর পরিবহন সম্পাদক শামস-ই নোমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ শাকিল, সদস্য ফরিদা খাতুন উপ‌স্থিত ছিলেন।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রশিক্ষণার্থীদের মাঝে ডাকসুর পক্ষ থেকে সার্টিফিকেটও বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :