আমি সকল শ্রীলংকানের প্রেসিডেন্ট: গোতাবায়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ০৮:১৮

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপক্ষ। তিনি ৫২ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়েছেন। দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে রাজাপক্ষকে নির্বাচিত ঘোষণা করেছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গোতাবায়া এক টুইট বার্তায় বলেছেন, আমাকে যারা ভোট দিয়েছেন আর যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং ধর্মবর্ণ নির্বিশেষে আমি সকলের প্রেসিডেন্ট। আমি শ্রীলঙ্কার সকল মানুষের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অপর এক টুইটে গোতা বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, রাষ্ট্রপতি হিসেবে সকল শ্রীলংকানের প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রতি যে বিশ্বাস বিনিয়োগ করেছেন তার সমস্তই চলমান থাকবে। রাষ্ট্রপতি হওয়া আমার জীবনের সর্বাধিক সম্মানের। আমাদের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার সুযোগ দিন।

রাজাপক্ষের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পরাজয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রেমাদাসা বলেছেন, জনগণের রায়কে সম্মান জানাচ্ছি। শ্রীলঙ্কার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করায় গোতাবায়া রাজাপক্ষকে অভিনন্দন।

৭০ বছর বয়সি গোতাবায়া হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছোট ভাই। তিনি প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে তামিল গেরিলাদের পরাস্ত করতে সক্ষম হন। এর ফলে ৩৭ বছরের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসান ঘটে। আজ বা কাল তার শপথ নেওয়ার কথা রয়েছে।

তামিল গেরিলাদের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে চীনের জোরালো সমর্থন পেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষ সরকার। এ কারণে বিজয়ী প্রার্থীকে চীনপন্থী বলে মনে করা হয়। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই নির্বাচনী প্রচারণার সময় ভারত ও চীন উভয় দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

গোতাবায়াকে শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।

ঢাকা টাইমস/১৮নভেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

গাজা যুদ্ধের ২০০তম দিন: ইসরায়েলি বর্বরতার শেষ কোথায়? 

সকাল সকাল ভোট দিলেই মিলবে আইসক্রিম-চাউমিন! 

প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিলো মার্কিন সিনেট 

এই বিভাগের সব খবর

শিরোনাম :