ঠান্ডায় কাঁপছে কাশ্মীর, সরানো হলো বন্দী ৩৫ নেতাকে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১০:০৫ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ০৯:৫৪

ঠান্ডায় কাঁপছে কাশ্মীর। এমন অবস্থায় কাশ্মীরের আটক ৩৫ নেতাকে অন্যত্র সরিয়ে নিয়েছে ভারতের প্রশাসন। শ্রীনগরের চশমে শাহির অতিথিশালা থেকে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে সরানো হয়েছে। এছাড়া ডাল লেকের তীরের সেন্টর হোটেলে বন্দী থাকা ৩৪ কাশ্মীরি নেতাকে শ্রীনগরের এমএলএ হোস্টেলে সরানো হয়েছে। সরানোর সময়ে কাশ্মীরি নেতা সাজ্জাদ লোন, ওয়াহিদ প্যারা ও শাহ ফয়সলকে মারধর করা হয়েছে বলে সাজ্জাদ লোনের দলের তরফে ও মেহবুবা মুফতির টুইটার থেকে দাবি করা হয়েছে।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের আগেই বন্দী করা হয় ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতিসহ প্রায় সব প্রথম সারির কাশ্মীরি নেতা-নেত্রীকে। ফারুককে শ্রীনগরে তার বাড়িতেই রাখা হয়েছে। বাকি নেতাদের রাখা হয়েছে বিভিন্ন সরকারি হোটেল-অতিথিশালা-প্রটোকল ভবনে। সেগুলিকে সাব-জেলের মর্যাদা দিয়েছে প্রশাসন।

ডাল লেকের তীর কাশ্মীরের শীতলতম স্থানগুলির মধ্যে অন্যতম। কয়েক দিনের প্রবল তুষারপাতে পরিস্থিতি কঠিন হয়ে যায়। একারণে নেতাদের সরিয়ে নেয়া হয়েছে।

চশমে শাহির অতিথিশালা থেকে মেহবুবাকে সরানো হয় মৌলানা আজাদ রোডের সরকারি বাড়িতে। এক সময়ে ওই বাড়িতেই থাকতেন মেহবুবার বাবা প্রয়াত মুফতি মহম্মদ সাইদ। মেহবুবার মেয়ে ইলতিজা কাল বলেন, ‘মায়ের স্বাস্থ্য নিয়ে গত কয়েক দিন ধরে উদ্বিগ্ন ছিলাম। যে কটেজে মাকে রাখা হয়েছিল তার জানলা ভাঙা ছিল। উপযুক্ত হিটারও নেই। কিন্তু আমার কথা কেউ শুনছিলেন না।’

সেন্টর হোটেল থেকে ৩৪ জন বন্দীকে সরানো হয়েছে মৌলানা আজাদ রোডেরই এমএলএ হোস্টেলে। সরকারি সূত্রের খবর, বন্দী নেতা ও তাদের পাহারায় নিযুক্ত রক্ষীরা ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছিলেন।

ঢাকা টাইমস/১৮নভেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :